মোহাম্মদপুরে ‘মাদক চোরাকারবারি’র গুলিতে এএসআই আহত
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযুক্ত এক মাদক চোরাকারবারিকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন রায়েরবাজার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উজ্জল হোসেন খান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির কাছেই এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম চৌধুরী নামে ওই মাদক চোরাকারবারিকে ধরতে অভিযানে যায় পুলিশ। সেসময় ইব্রাহিম ও তার সঙ্গে থাকা সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। তখন এএসআই উজ্জল গুলিবিদ্ধ হন। গুলিটি তার ডান পায়ে লেগেছে। পরে পুলিশ ইব্রাহিমকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি পিস্তল ও দুই শ পিস ইয়াবা উদ্ধরা করা হয়।
এএসআই উজ্জল হোসেন খান বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করার পর পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে ইব্রাহিমও গুলিবিদ্ধ হয়। তিনিও বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
Comments