বিএনপি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক। তারা নির্বাচন এবং আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ষড়যন্ত্র করছে। যত ষড়যন্ত্রই করুক না কেন নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো পথ খোলা নেই।’
বৃহস্পতিবার সকালে নোয়াখালীর কবিরহাট পৌরসভার অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা; শীতবস্ত্র বিতরণ; ৫৫টি সমাপ্ত উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ১১টি প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
কাদের বলেন, ‘আমরা রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য, পকেটের উন্নয়নের জন্য নয়। বিজয় দিবসেও তারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে। তাই এই ষড়যন্ত্রকারীদের অপপ্রচার প্রতিরোধ করতে হবে। বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছেন। এখন তার সুযোগ্য কন্যা, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে অর্থনৈতিক মুক্তির দ্বারপ্রান্তে পৌঁছাচ্ছেন। করোনাকালেও উন্নয়নের চাকা সচল রেখেছেন সারাদেশে। শেখ হাসিনা দেশে যে উন্নয়ন কর্মযজ্ঞ করেছেন, এ উপজেলার উন্নয়ন তার বাইরে নয়।’
অনুষ্ঠানে কবিরহাট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণের সময় বক্তব্য রাখেন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান, বীর মুক্তিযোদ্ধা অজিউল্যা ও ওবায়দুল হক।
পৌর কাউন্সিলরবৃন্দ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Comments