ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ করোনায় আক্রান্ত
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়।
রয়টার্স জানায় প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ প্রেসিডেন্ট কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। তার শরীরে উপসর্গ দেখা দিলে পিসিআর পরীক্ষার পরে তিনি করোনা পজিটিভ শনাক্ত হন।’
এমানুয়েল মাখোঁর কার্যালয় জানায়, তিনি আগামী সাত দিন আইসোলেশনে থাকবেন এবং সেখান থেকেই সব দায়িত্ব পালন করবেন।
মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, আগামী ২২ ডিসেম্বর লেবানন সফরসহ তার সব সফর বাতিল করা হয়েছে।
ফ্রান্সের কোভিড-১৯ বিধি-নিষেধ শিথিল করার মাত্র দুই দিন পরে প্রেসিডেন্টের করোনা শনাক্ত হলো।
২১ নভেম্বরের পর গতকাল বুধবার দেশটিতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।
করোনায় আক্রান্ত সর্বশেষ রাষ্ট্রীয় প্রধান হলেন এমানুয়েল মাখোঁ। এরআগে, গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা শনাক্ত হয়েছিল।
Comments