কৃষক বিদ্রোহ: ‘এমএসপির লিখিত আশ্বাস দিতে প্রস্তুত কেন্দ্র’
ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে আন্দোলনরত কৃষকদের কাছে একটি চিঠি লিখেছেন। কৃষকদের উদ্দেশে লেখা আট পৃষ্ঠার ওই চিঠিতে তোমার বলেছেন, সরকার এমএসপির (মিনিমাম সাপোর্ট প্রাইস) বিষয়ে লিখিত আশ্বাস দিতে প্রস্তুত।
আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বিষয়টি জানায়।
আন্দোলনরত কৃষকদের একটি অংশ কেন্দ্রের কাছে মিনিমাম সাপোর্ট প্রাইসের (এমএসপি) আইনি নিশ্চয়তার দাবি করে আসছে। এর অর্থ হলো কেউ যদি এমএসপির নিচে কৃষকের পণ্য কেনে তাহলে তার জেল বা যে কোনো সাজার ব্যবস্থা থাকবে।
চিঠিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন, অধিকাংশ কৃষক কেন্দ্রের নতুন তিন কৃষি আইন নিয়ে সন্তুষ্ট। কিন্তু,একটি একটি নির্দিষ্ট বিভাগ মিথ্যা তথ্যেরভিত্তিতে উত্তেজনা ছড়াতে ষড়যন্ত্রের অংশ হিসেবে বিভ্রান্তি তৈরি করছে।
सभी किसान भाइयों और बहनों से मेरा आग्रह !
"सबका साथ सबका विकास सबका विश्वास" के मंत्र पर चलते हुए प्रधानमंत्री श्री @narendramodi जी के नेतृत्व में हमारी सरकार ने बिना भेदभाव सभी का हित करने का प्रयास किया है। विगत 6 वर्षों का इतिहास इसका साक्षी है।#ModiWithFarmers pic.twitter.com/Ty6GchESUG— Narendra Singh Tomar (@nstomar) December 17, 2020
‘আমি নিজেও একটি কৃষক পরিবারে অন্তর্ভুক্ত ছিলাম। তাই শৈশব থেকেই কৃষকের কঠিন জীবন সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। এটা অত্যন্ত খুশির খবর যে, আইন প্রয়োগের পরে এমএসপি সংগ্রহে এবার নতুন রেকর্ড হয়েছে,’ তোমার আরও যোগ করেন।
বিরোধীদের নাম না দিয়েই নরেন্দ্র সিং তোমার তার চিঠিতে দাবি করেন, ‘এমএসপি এবং মান্ডিসের নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। কিন্তু, বাস্তবতা হচ্ছে কিছুই বদলাচ্ছে না।’
‘গত ছয় বছরে মোদি সরকার কৃষকদের জন্য অনেক উদ্যোগ নিয়েছে। এই বিলের মাধ্যমে সরকার কৃষকদের পণ্য যে কোনো জায়গায় বিক্রিতে অতিরিক্ত সুযোগ তৈরি করেছে,’ আরও বলেন তোমার।
Comments