কুষ্টিয়ায় এবার বাঘা যতিনের ভাস্কর্য ভাঙচুর
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে বৃটিশবিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতিনের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ভাস্কর্যের মুখমণ্ডলের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ শুক্রবার সকালে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে।
কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপন বলেন, গতকাল রাতে কোনো এক সময় এই ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশ দুর্বৃত্তদের খুঁজে বের করতে ইতোমধ্যে অভিযান শুরু করেছে।’
ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা বাঘা যতিনের জন্ম ১৮৭৯ সালে ঝিনাইদহ জেলায় হলেও তিনি বেড়ে ওঠেন কুষ্টিয়া জেলার কুমারখালীর কয়া গ্রামে তার নানা বাড়িতে। ১৯১৫ সালে তিনি ব্রিটিশ পুলিশের সঙ্গে যুদ্ধে গুরুতর আহত হন বাঘা যতিন। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কয়া কলেজে স্থাপিত ভাস্কর্যটি ২০১৬ সালে ত্রিপুরা রাজ্যের গভর্নর শ্রী তথাগত রায় উদ্ধোধন করেছিলেন।
Comments