গাজীপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৭
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সাত যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এ ঘটনায় সাত যুবককে আটক করা হয়েছে। তাদের বাড়ি উপজেলার তারাগাঁও এলাকায়। প্রধান অভিযুক্ত ভুক্তভোগী গৃহবধূর পূর্ব পরিচিত। প্রায়ই তাদের মোবাইল ফোনে কথা হতো। গতকাল রাতে গৃহবধূকে প্রধান অভিযুক্ত মোবাইলে বাড়ির বাইরে বের হতে বলেন। বাইরে গেলে অভিযুক্তরা তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। প্রধান অভিযুক্ত ঘটনার পর থেকে পলাতক।’
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) ফারজানা ইয়াসমিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’
Comments