বিদেশ যেতে সরকারি কর্মকর্তাদের দুই মন্ত্রণালয়ের অনুমতি লাগবে

যুগ্ম-সচিব পদমর্যাদার নিচে কোনো কর্মকর্তার সরকারি সফরে বিদেশ যেতে তার নিজ মন্ত্রণালয়ের পাশাপাশি অবশ্যই মন্ত্রীপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে বলে এক পর্যবেক্ষণে জানিয়েছেন হাইকোর্ট।
supreme-court.jpg
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

যুগ্ম-সচিব পদমর্যাদার নিচে কোনো কর্মকর্তার সরকারি সফরে বিদেশ যেতে তার নিজ মন্ত্রণালয়ের পাশাপাশি অবশ্যই মন্ত্রীপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে বলে এক পর্যবেক্ষণে জানিয়েছেন হাইকোর্ট।

বিদেশ ভ্রমণে সরকারি অর্থের অপব্যবহার রোধ করতে এ আদেশ দিয়েছেন আদালত।

আজ শুক্রবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ বিষয়ে ২০১৬ সালের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি যুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এক পর্যবেক্ষণে এ কথা জানান।

তিনি জানান, জনি করপোরেশন নামে একটি ফগলাইট আমদানিকারক প্রতিষ্ঠান ওই রিট আবেদন করেছিল।

হাইকোর্টের পর্যবেক্ষণের বরাত দিয়ে তিনি বলেন, ‘যুগ্ম-সচিব পদমর্যাদার নিচে সরকারি কর্মকর্তাদের অবশ্যই দেশের কাজে মনোনিবেশ করতে হবে এবং বিদেশে সরকারি সফরকালে অবকাশ যাপন করতে পারবেন না। বিদেশ থেকে দেশে ফেরার পর অফিসে যোগদানের বিষয়ে তাদেরকে অবশ্যই মন্ত্রীপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়কে সফর ও ব্যয় সম্পর্কে জানাতে হবে।’

শেখ সাইফুজ্জামান জানান, সরকারি কর্মকর্তাদের বর্তমানে বিদেশে সরকারি সফরে কেবল নিজ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। বেঞ্চের রায়ের পুরো পাঠ্য প্রকাশ হলে হাইকোর্টের বিস্তারিত পর্যবেক্ষণ সম্পর্কে আরও জানা যাবে।

Comments

The Daily Star  | English

An unholy race between buses tears two sisters apart

One killed, one injured after being run over by bus in Dhaka's Badda

48m ago