আফগানিস্তানে ধর্মীয় অনুষ্ঠানে বিস্ফোরণ, নিহত ১১ শিশুসহ অন্তত ১৫

আফগানিস্তানে একটি ধর্মীয় অনুষ্ঠানে বিস্ফোরণের ঘটনায় ১১ শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার গজনি প্রদেশের একটি জেলায় ওই বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আফগান নিরাপত্তা কর্মী। ছবি: সংগৃহীত

আফগানিস্তানে একটি ধর্মীয় অনুষ্ঠানে বিস্ফোরণের ঘটনায় ১১ শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার গজনি প্রদেশের একটি জেলায় ওই বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায়, গতকালের হতাহতদের বেশিরভাগই ১৮ বছরের কম বয়সী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গজনি প্রদেশের একটি জেলায় অনুষ্ঠানস্থলে দুর্বৃত্তরা একটি রিকশায় বোমা বিস্ফোরক পেতে রেখেছিল।

সেখানে একটি কোরআন তিলাওয়াত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে কর্মকর্তারা জানান।

আফগান সরকার ও তালেবানদের মধ্যে সমঝোতা আলোচনার মধ্যেই সম্প্রতি দেশটিতে হামলা-সহিংসতার পরিমাণ অনেক বেড়ে গেছে। পশ্চিমা দেশগুলো এ অঞ্চল থেকে ব্যাপকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে।

আফগানিস্তানে পুলিশের মুখপাত্র আহমাদ খান এ বিস্ফোরণের ঘটনায় তালেবানকেই দায়ী করেছেন। তবে, এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago