আগুয়েরোকে নিয়ে এখনও শঙ্কায় গার্দিওলা

ছবি: রয়টার্স

গত মৌসুম থেকেই দুর্ভাগ্যটা যেন নিয়মিত সঙ্গী হয়েছে সের্জিও আগুয়েরোর। একের পর এক ইনজুরিতে এখনও ঠিকভাবে মাঠে ফেরা হয়নি তার। যদিও ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্টহ্যামের বিপক্ষে অল্প সময়ের জন্য মাঠে নেমেছিলেন। কিন্তু তারপরও পরবর্তী ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা কাটছে না ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার।

লকডাউন শেষ হওয়ার পর গত জুনে বার্নলির বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়ের ম্যাচে হাঁটুতে আঘাত পান আগুয়েরো। ইনজুরি তখন এতোটা গুরুতর মনে হয়নি। ধারণা ছিল এক মাসের মধ্যেই ফিরে আসবেন এ তারকা। কিন্তু এরপর প্রায় পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হয় তাকে। এরপর গত অক্টোবরে ফিরে ফের পড়েন হ্যামস্ট্রিং ইনজুরিতে। সবমিলিয়ে সময়টা খুব বাজেই যাচ্ছে এ আর্জেন্টাইনের।

তবে ওয়েস্টহ্যামের বিপক্ষে ম্যাচে শেষ দিকে বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নেমে সেদিন ১৪ মিনিট খেলেছিলেন আগুয়েরো। তাতে সাউদাম্পটনের বিপক্ষে শুরুর একাদশে তাকে পাওয়ার আশায় বুক বেঁধেছিল তার ভক্তরা। কিন্তু সে ম্যাচে শেষেও অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন। ফলে অনুশীলন করতে পারেননি তিনি। তাই পরের ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা কাটছে না গার্দিওলার, 'আমি জানি না। ম্যাচ শেষে সে অনুশীলন করতে পারেনি। গতকালও করেনি তবে আজ করেছে। সে খুব ভালো অনুশীলন করেছে তবে আমি জানি না কতক্ষণ সে (সাউদাম্পটনের বিপক্ষে খেলতে পারবে)।'

ধারণা করা হয়েছিল হাঁটুতে ফের নতুন করে কোনো আঘাত পেয়েছেন আগুয়েরো। তবে এমন কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন কোচ, 'তবে এটা খুব গুরুত্বপূর্ণ যে সে অনুশীলন সেশন করতে পেরেছে। দুর্ভাগ্যবশত ম্যাচ শেষে সে পারেনি। হাঁটুতে সমস্যা নেই। দুর্ভাগ্যবশত পজিশনটা ভিন্ন ছিল। আজ সে অনুশীলন করেছে।'

Comments

The Daily Star  | English

Iran says it will not violate ceasefire deal unless Israel does

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago