ভারতের ‘৩৬’ ট্রাজেডির পর অনায়াসে জিতল অস্ট্রেলিয়া

অ্যাডিলেডে শনিবার দ্বিতীয় ইনিংসে ভারত মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার পর স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৯০ রান। ২ উইকেট হারিয়ে অনায়াসে ওই রান তুলে নিয়েছে টিম পেইনের দল
josh hazlewood
ছবি: রয়টার্স
গোলাপি বলের টেস্টে প্রথম দুদিন সব ঠিকঠাক চলছিল ভারতের। প্রথম ইনিংসে ৫৩ রানের লিডও পেয়ে গিয়েছিল তারা। কে জানত এই টেস্ট ভারত হেরে যায়ে তৃতীয় দিনের দেড় সেশনের মধ্যেই। 
 
অ্যাডিলেডে শনিবার দ্বিতীয় ইনিংসে ভারত মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার পর স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৯০ রান। ২ উইকেট হারিয়ে অনায়াসে ওই রান তুলে নিয়েছে টিম পেইনের দল। চার টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। 
 
 টস জিতে প্রত্যাশিত ব্যাটিং পেয়েছিলেন বিরাট কোহলি। কঠিন পরিস্থিতি, উইকেট বিবেচনায় প্রথম ইনিংসে খারাপ করেননি তারা। অধিনায়কের ৭৪ রানে ২৪৪ করেছিল ভারত। ওই রান যে বেশ জুতসই দেখা যায় অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে। স্বাগতিকরা প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৯১ রানে। একাধিক জীবন পাওয়া অধিনায়ক পেইন ৭৩ না করলে তাদের থামতে হতো আরও আগে। 
 
৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের শেষ সেশনেই দ্বিতীয় ইনিংস শুরু ভারতের। ওপেনার পৃথ্বী শকে হারিয়ে দিন শেষ করার পর ম্যাচে নিয়ন্ত্রণ ছিল তাদেরই। 
 
তৃতীয় দিনের শুরুতেই সব উলটপালট করে দেন জস হ্যাজেলউড-প্যাট কামিন্স। গতি, বাউন্স আর ছোট ছোট বিষধর স্যুইংয়ের কোন জবাব দিতে পারেননি ভারতের ব্যাটসম্যানরা। মাত্র ৮ রানে ৫ উইকেট নেন হ্যাজেলউড। ২১ রানে ৪ উইকেট কামিন্সের। 
দ্বিতীয় ইনিংসে ভারতের কেউই যেতে পারেননি দুই অঙ্কে। টপাটপ উইকেট হারিয়ে নিজেদের ইতিহাসে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার চূড়ান্ত বিব্রতকর পরিস্থিতিতে পড়ে তারা।
 
৯০ রানের লক্ষ্যে একটুও বেগ পেতে হয়নি অসিদের। দুই ওপেনার মিলেই আনেন ৭০ রান। এরপর রান আউটে কাটা পড়েন ম্যাথু ওয়েড। ৬ রান করে আউট হন মারনাস লাবুশানে। জো বার্নস ৫১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। 
 
২৬ ডিসেম্বর মেলবোর্নে বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে দুদল।

Comments