নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটির নিচে আরও একটি বোমা পাওয়া গেল

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের চলমান পাইলিংয়ের সময় আরও একটি বোমা উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের চলমান পাইলিংয়ের সময় ২৫০ কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া যায়। এ নিয়ে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটির নিচে থেকে একই ধরনের ৩টি বোমা উদ্ধার হলো।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা ডিসপোজাল দল আধুনিক যন্ত্রপাতিসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। পরবর্তীতে বোমাটি ধ্বংস করার উদ্দেশে প্রয়োজনীয় সতর্কতার সঙ্গে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাপ্ত আগের বোমাগুলোর মতো এই বোমাটিও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English

'Our task is to tell the truth in transparent, compelling way'

Says CA’s press secretary on Trump’s comment on Bangladesh

53m ago