‘দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের অঙ্গীকার’

নাটোরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা দ্রুত সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।
আজ শনিবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ওই পুলিশ-ম্যাজিস্ট্রেট কনফারেন্সের আয়োজন করেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফারুক বলেন, ‘আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিচার সংশ্লিষ্ট সবার ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ।’
পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘আমরা একটা অপরাধ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে আসামিদের স্বল্পতম সময়ে আদালতে সোপর্দ এবং যৌক্তিক সময়ের মধ্যে অভিযোগপত্র দাখিল করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে আপ্রাণ প্রচেষ্টা চালাবো।’
পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম বলেন, ‘দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা সবধরণের সহযোগিতা করতে প্রস্তুত।’
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফারুকের সভাপতিত্বে কনফারেন্সে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এফ.এম. গোলজার রহমান, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের বিশেষ পুলিশ সুপার শরিফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ, নাটোর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট প্রসাদ কুমার তালুকদার, পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম প্রমুখ।
Comments