মেহেরপুরে নারী ওয়ার্ড কাউন্সিলরসহ ১৭ শিবির কর্মী আটক
মেহেরপুরে জামায়াতে ইসলামীর নারী ওয়ার্ড কাউন্সিলর শিউলি আক্তারসহ ১৭ জন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় শহরের শেখপাড়ায় কাউন্সিলরের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা জানান, শিউলি আক্তারের বাড়িতে শিবির কর্মীরা বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে সদর থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাদের আটক করে।
ওসির দাবি, নাশকতার উদ্দেশ্যে তারা বৈঠক করছিল। আটককৃতদের অনেকেই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বয়স বিবেচনা করে স্ব স্ব আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি।
এসময় সাতটি বাই-সাইকেল, তিনটি মোটরসাইকেল, বিভিন্ন ধরনের জিহাদি বই, ক্যালেন্ডার, টাকা তোলার রশিদ জব্দ করা হয়। শিউলি খাতুনের বাড়িতে দীর্ঘদিন ধরে শিবিরের বৈঠক হতো বলে এলাকাবাসী জানিয়েছে।
Comments