করোনা ভ্যাকসিনে অগ্রাধিকার পাবে বিদেশগামী কর্মীরা: প্রবাসী কল্যাণ মন্ত্রী
প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশগামী অভিবাসী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছে তার মন্ত্রণালয়। এছাড়াও বিদেশগামী অভিবাসী কর্মীদের বিনামূল্যে করোনা পরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘অভিবাসী শ্রমিকদের প্রতারণার হাত থেকে বাঁচাতে সরকার জিরো টলারেন্স নীতিতে অনড়।’
বিদেশ যাওয়ার ক্ষেত্রে দালালদের দৌরাত্ম বন্ধে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সাব-এজেন্টদের নিবন্ধনও প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘বিশ্ববাজারে শ্রম চাহিদা মেটাতে দক্ষ কর্মী তৈরির বিষয়ে মন্ত্রণালয় অগ্রাধিকার দিচ্ছে।’
Comments