সৌদি আরবে ৫০ জনের বেশি একত্রিত হলে জরিমানা
করোনা সংক্রমণ রোধে সৌদি আরবে ৫০ জনের বেশি একত্রিত হলে অথবা পরিবারের সদস্য নন এমন কাউকে বাড়িতে দাওয়াত দিলে জরিমানা গুণতে হবে।
আজ রোববার সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল টুইটারে প্রকাশিত সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িতে, রেস্ট হাউসে, খামারে বা কোনো খোলা জায়গায় ৫০ জনের বেশি জমায়েত হলে তা দেশটির করোনাভাইরাস আইনবিরোধী হবে।
কেউ সেই আইন ভাঙলে তাকে জরিমানা দিতে হবে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।
প্রথমবার কোনো আমন্ত্রণকারী আইন ভাঙলে তাকে ১৫ হাজার রিয়াল জরিমানা দিতে হবে এবং আমন্ত্রিত অতিথিদের জনপ্রতি দিতে হবে ৫ হাজার রিয়াল।
দ্বিতীয়বার আইন ভাঙলে আমন্ত্রণকারীকে ৩০ হাজার রিয়াল এবং আমন্ত্রিত অতিথিদের ১০ হাজার রিয়াল করে দিতে হবে।
মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, কেউ তৃতীয়বার আইন ভাঙলে জরিমানার পাশাপাশি তাকে শাস্তি পেতে হবে।
Comments