করোনা: চলে গেলেন মনজুরে মওলা
করোনায় আক্রান্ত হয়ে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি, রবীন্দ্র গবেষক, নাট্যকার, প্রাবন্ধিক মনজুরে মওলা মারা গেছেন।
আজ রোববার বেলা ১১টা দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন মধণ্য প্রকাশনীর প্রকাশক সঞ্জয় মজুমদার।
করোনার সংক্রমণ ধরা পড়ায় গত ৫ ডিসেম্বর মনজুরে মাওলাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মনজুরে মওলার মেয়ে রওশন তামান্নার বরাত দিয়ে সঞ্জয় মজুমদার বলেছেন, ‘আজ বাদ আছর আজিমপুর কবরস্থান মসজিদে জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে।’
পেশাজীবনে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করা মনজুরে মওলা গত শতকের আশির দশকের শুরুর দিকে বাংলা একাডেমীর মহাপরিচালক ছিলেন।
গত ১ অক্টোবর ছিল মনজুরে মওলার ৮০তম জন্মবার্ষিকী।
জানা গেছে, ঐতিহাসিক বর্ধমান ভবন সংস্কার, প্রথম জাতীয় ফোকলোর কর্মশালার আয়োজন, আরজ আলী মাতুব্বর বা খোদা বক্স সাঁইয়ের মতো লোকমনীষাকে ফেলোশিপ দেওয়ার পাশাপাশি বাংলা সাহিত্যের ইতিহাস, ডেভিডসনের চিকিৎসাবিজ্ঞান কিংবা আনিসুজ্জামানের পুরনো বাংলা গদ্যের মতো বই প্রকাশে উদ্যোগী হয়েছিলেন মনজুরে মওলা।
বাংলা একাডেমি থেকে ‘ভাষা শহীদ গ্রন্থমালার’ ১০১টি বই প্রকাশ তার অসামান্য কীর্তি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলা একাডেমির সভাপতি ও গবেষক শামসুজ্জামান খান দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘কবি মনজুরে মওলার গদ্যের দক্ষতাও ছিল অসামান্য। সেই সঙ্গে ছিল রবীন্দ্রচর্চার একনিষ্ঠতা।’
তিনি আরও বলেছেন, ‘বাংলা একাডেমির মহাপরিচালক থাকাকালে এটি সম্পূর্ণ নতুন মাত্রায় ও নতুন রুচিতে গতিশীল হয়েছে। বিশেষ করে বাংলা অভিধানের ক্ষেত্রে তার মেধা ও কাজ অতুলনীয়।’
বাংলাদেশের ফোকলোর চর্চায় আন্তর্জাতিকভাবে যোগাযোগের ক্ষেত্রে তার ভূমিকা অসামান্য উল্লেখ করে শামসুজ্জামান খান বলেছেন, ‘তাকে হারিয়ে বাংলা ভাষা ও সংস্কৃতির অপূরণীয় ক্ষতি হয়ে গেল।’
Comments