কাবুলে বোমা হামলায় অন্তত ৯ জন নিহত

ছবি: রয়টার্স

আফগানিস্তানে রাজধানী কাবুলে এক গাড়ি বোমা বিস্ফোরণে নারী-শিশুসহ অন্তত নয় জন নিহত হয়েছেন। দেশটির এক পার্লামেন্ট সদস্যসহ আহত হয়েছেন ১৫ জনের বেশি।

আজ রোববার আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ানের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি বলেছেন, নিহতদের মধ্যে নারী-শিশু ও প্রবীণ ব্যক্তি রয়েছেন।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্ট সদস্য খান মোহাম্মদ ওয়ারদাক কাবুলের খোশাল খান এলাকা অতিক্রম করার সময় বোমা হামলা চালানো হয়।

বিস্ফোরণে অন্যদের গাড়িতে আগুন লেগে যায় এবং আশপাশের বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম আরও জানিয়েছে, বিস্ফোরণটি এতো ভয়াবহ ছিল যে রাস্তার আশেপাশের ঘরগুলোও বিধ্বস্ত হয়েছে।

এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

Comments