সিলেটে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ রোববার দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম আহমদ (২৮) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এবং তাহের আহমদ (৩০) গোলাপগঞ্জ উপজেলার বাঘা এলাকার বাসিন্দা। এসময় আব্দুল সালাম (৩০) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘হবিগঞ্জ এক্সপ্রেসের বাসটি বিশ্বনাথ উপজেলা থেকে রশিদপুরের রাস্তা দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠার সময় মোটরসাইকেলটি বাসের সামনে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয় এবং অপরজন আহত হন।’
তিনি বলেন, ‘নিহতদের মরদেহ ও আহতকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।’
Comments