ভালো কাজ চালিয়ে যাও: গোয়েন্দাদের বললেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দেশ রক্ষায় ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস (এসভিআর) অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলার পেছনে রাশিয়ান গোয়েন্দাদের হাত রয়েছে এমন অভিযোগ ওঠার পর এ মন্তব্য করেছেন তিনি।
এসভিআর প্রতিষ্ঠার শতবর্ষপূর্তি অনুষ্ঠানে পুতিন বলেন, ‘এই গোয়েন্দা সংস্থাসহ অন্য নিরাপত্তা সংস্থাগুলো রাশিয়ার সার্বভৌম, গণতান্ত্রিক, স্বাধীন উন্নয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার।’
নিরাপত্তা কর্মী দিবসের ওই অনুষ্ঠানে উপস্থিত গোয়েন্দাদের উদ্দেশ্যে পুতিন বলেন, ‘বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাজ প্রতিনিয়ত চালিয়ে যাওয়া উচিত।’
সাবেক এই কেজিবি অ্যাজেন্ট বলেন, ‘আমি জানি এখানে আমি কী বিষয়ে কথা বলছি। কারণ আমি কঠিন পেশার কাজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছি। ভালো কাজ চালিয়ে যাও।’
তিনি আরও বলেন, ‘আমাদের তথ্যের সুরক্ষা, উগ্রবাদ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ বেসরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার চেষ্টা হয়েছে। এসব হামলা নিয়ে নানা মহলে উদ্বেগের পর বৃহস্পতিবার মার্কিন জ্বালানি দপ্তরও সাইবার হামলার কথা নিশ্চিত করেছে। এই হামলাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলা বলেও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
গতকাল শুক্রবার এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে, এই ঘটনায় রাশিয়ার হাত রয়েছে।’
তবে মস্কো কীভাবে এই হামলার সঙ্গে জড়িত, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।
রাশিয়া এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, এমন কোনো হামলায় তাদের সম্পৃক্ততা নেই।
Comments