শর্তসাপেক্ষে জানুয়ারিতে জিসিএসই ও ‘এ’ লেভেল পরীক্ষা

ব্রিটিশ কাউন্সিল বংলাদেশের পরিচালনায় আগামী জানুয়ারিতে ইংরেজি মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের জিসিএসই এবং ‘এ’ লেভেল পরীক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে, পরীক্ষা গ্রহণে কিছু শর্ত মানতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
মন্ত্রণালয়ের দেওয়া শর্তগুলো হলো- স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্যবিধি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন কঠোরভাবে অনুসরণ করতে হবে। বাংলাদেশে ৩৫টি পরীক্ষাকেন্দ্রে প্রতিদিন এক হাজার ছয়শ’র বেশি পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া যাবে না। একইসঙ্গে প্রত্যেক পরীক্ষার্থীকে ছয় ফুট দূরত্বে বসাতে হবে বলে চিঠিতে বলা হয়।
চিঠিতে আরও বলা হয়, পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে যে কোনো সময় সরকার এই সিদ্ধান্ত বাতিল করতে পারে।
এ ছাড়াও, পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থী কোভিডে আক্রান্ত হলে তার দায় ব্রিটিশ কাউন্সিলকে নিতে হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে, গত ৮ ডিসেম্বর পরীক্ষা গ্রহণের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছিল ব্রিটিশ কাউন্সিল।
Comments