বাঘা যতিনের ভাস্কর্য ভাঙচুর: যুবলীগ নেতাসহ ৩ জন রিমান্ডে

কুষ্টিয়ার কুমারখালীর কয়া গ্রামে বাঘা যতিনের ভাস্কর্য ভাঙচুরের মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতাসহ তিন জনের প্রত্যেকের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন এ রিমান্ড আদেশ দেন বলে জানান ওসি মুজিবুর রহমান।
ওসি মুজিবুর রহমান বলেন, ‘আজ সকালে আসামিদের আদালতে হাজির করা হয়। আদালত রিমান্ড শুনানি শেষে তাদের প্রত্যেককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
এর আগে শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান গ্রেপ্তার তিনজনের প্রত্যেককে সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে আজ সকালে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এই তিন আসামি হলেন- যুবলীগ নেতা আনিসুর রহমান (৩২), মো. হৃদয় আহম্মেদ (২০) ও মো. সবুজ হোসেন (২০)।
Comments