কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর কালশীতে সবুজ বাংলা আবাসিক এলাকার পাশের বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ সোমবার দুপুর ৩টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
দমকল বাহিনীর ডিউটি অফিসার লিমা খানম দ্য ডেইলি স্টারকে বলেছেন, আগুন নেভাতে ছয়টি ইউনিট কাজ করেছে।
তবে আগুন লাগার কারণ এখনো যায়নি বলেও জানিয়েছেন তিনি।
এর আগে তিনি জানিয়েছিলেন, আজ দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে সবুজ বাংলা আবাসিক এলাকার পাশের বস্তিতে আগুন লাগার পর প্রথমে পাঁচটি ইউনিট কাজ করেছিল।
Comments