২৩-৩১ ডিসেম্বর যুক্তরাজ্যে সব ফ্লাইট স্থগিত করেছে ভারত
আগামী ২৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের সব ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে ভারত। যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন খুঁজে পাওয়ার পর আজ সোমবার এ ঘোষণা দিয়েছে ভারত।
ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্য ডেইলি স্টার নয়াদিল্লি সংবাদদাতা এ খবর জানিয়েছেন।
মন্ত্রণালয় জানায়, 'যুক্তরাজ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভারত সরকার যুক্তরাজ্য থেকে ভারতে আসার সব ফ্লাইট ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।'
পাশাপাশি ভারত থেকে যুক্তরাজ্যের ফ্লাইটগুলোও ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকবে।
এ ছাড়া, মঙ্গলবার ভারতের স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যুক্তরাজ্য থেকে ভারতে অবতরণকারী ফ্লাইটগুলোর যাত্রীদের বিমানবন্দরে বাধ্যতামূলক আরটি-পিসিআর পরীক্ষা করতে হবে।
আজ ভোরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যুক্তরাজ্যে কোভিড-১৯ এর নতুন রূপের বিস্তারের পরিপ্রেক্ষিতে সে দেশে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞার দাবি করেছিলেন।
Comments