যশোরে যুবককে কুপিয়ে হত্যা

murder logo
প্রতীকী ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

যশোর শহরে বিশে মিয়া ( ৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার বিকেলে শহরের আরবপুর এলাকার একটি হোটেলে হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করার পর, যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশে নিহত হন।

নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ জানায়, নিহত বিশে যশোরের আরবপুর এলাকার বাসিন্দা ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ৯টি মামলা আছে।

Comments