বঙ্গোপসাগরে ১৬ দিন ধরে নিখোঁজ ১৮ জেলে

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি মাছ ধরা ট্রলারসহ বরগুনার ১৮ জেলে ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের সন্ধান না পাওয়ায় এফবি হযরত কায়েদ (র.) ট্রলারের মালিক মো. নুরুল ইসলাম গতকাল সোমবার সন্ধ্যায় একটি জিডি করেছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি মাছ ধরা ট্রলারসহ বরগুনার ১৮ জেলে ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের সন্ধান না পাওয়ায় এফবি হযরত কায়েদ (র.) ট্রলারের মালিক মো. নুরুল ইসলাম গতকাল সোমবার সন্ধ্যায় একটি জিডি করেছেন।

বরগুনা থানায় করা এই জিডি নং ১০০৩। নিখোঁজ জেলেদের মধ্যে ১১ জনের বাড়ি বরগুনা জেলার গুলিশাখালী ও বাকি সাত জনের বাড়ি ভোলার নুরাবাদ গ্রামে।

ট্রলারের মালিক মো. নুরুল ইসলাম বলেন, ‘১৮ জেলের মধ্যে বরগুনার গুলিশাখালী এলাকার মো. রিপন, মো. বাবুল, আলমগীর হোসেন, মোশারেফ হোসেন ও ভোলা জেলার নুরাবাদ এলাকার মো. ফারুক মাঝির নাম পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘গত ৬ ডিসেম্বর বরগুনার গুলিশাখালী ঘাট থেকে ১৮ জন জেলে প্রয়োজনীয় খাবার-দাবার নিয়ে মাছ ধরার জন্য ট্রলার নিয়ে সাগরে যায়। সাধারণত প্রতি ট্রিপে আট থেকে ১০ দিনের মধ্যেই জেলেরা ফিরে আসে। এ সময়ের মধ্যে না আসায় এবং জেলেদের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পেরে বরগুনা থানায় জিডি করেছি।’

তিনি জানান, তারা যে পরিমাণ খাবার নিয়ে গেছে, তাতে মাত্র আট থেকে ১০ দিন চলতে পারে। এখনো জেলেরা ফিরে না আসায় তিনি ধারণা করছেন, ইঞ্জিন বিকল হয়ে তারা সাগরে ভাসছে অথবা অন্য কোনো দুর্ঘটনা ঘটেছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরি বলেন, ‘ট্রলার মালিক জেলেদের নিখোঁজ থাকার বিষয়টি আমাদের জানিয়েছেন। সমিতির পক্ষ থেকেও ট্রলার পাঠিয়ে সাগরে অনুসন্ধান করা হবে।’

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. তারিকুল ইসলাম বলেন, ‘নুরুল ইসলাম নামে এক ব্যক্তি সাগরে গিয়ে ১৮ জেলে নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় জিডি করেছেন। আমরা বিষয়টি দেখছি।’

Comments

The Daily Star  | English

Harris puts Trump on defensive in fiery debate

A former prosecutor, Harris, 59, appeared to get under the former president's skin with a series of sharp attacks, prompting a visibly angry Trump to deliver a stream of falsehood-filled retorts.

3h ago