মোদিকে ট্রাম্পের ‘লিজিয়ন অব মেরিট’ সম্মাননা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘লিজিয়ন অফ মেরিট’ সম্মাননা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকেও এই পদক দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, সোমবার হোয়াইট হাউসে মোদির পক্ষে পদকটি গ্রহণ করেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু।
তার হাতে মানপত্রটি তুলে দেন মার্কিন জাতীয় সুরক্ষা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল টুইটে জানায়, ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে ‘লিজিয়ন অফ মেরিট’ সম্মাননা দিয়েছেন। মোদির পক্ষে ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু, সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের পক্ষে রাষ্ট্রদূত শিনসুকে জে সুগিয়ামা ও স্কট মরিসনের পক্ষে আর্থার সিনোদিনোস পদক গ্রহণ করেন।
হিন্দুস্তান টাইমস জানায়, মোদির নেতৃত্বে ভারত-মার্কিন সম্পর্কে উন্নতিতে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
আগামী মাসে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণ করবেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। দায়িত্ব হস্তান্তরের আগ দিয়ে এই তিন নেতাকে সম্মাননা দিলেন ডোনাল্ড ট্রাম্প।
Comments