হালুয়াঘাট সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গুবরাকুড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহত মোহাম্মদ খায়রুল ইসলাম (৪০) গুবরাকুড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে উল্লেখ করে বিজিবি ও পুলিশ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে।
ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল তৌহিদ মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘হত্যাকাণ্ডটি কোথায় হয়েছে— বাংলাদেশ সীমান্তের ভেতরে না কি ভারতের ভেতরে তা আমরা তদন্ত করছি ‘
পুলিশ সূত্র জানিয়েছে, সংবাদ পেয়ে পরিবার ও স্থানীয়রা মোহাম্মদ খায়রুল ইসলামকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‘খায়রুল ইসলামের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্যে রাখা হয়েছে,’ উল্লেখ করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুল হাসান ডেইলি স্টারকে বলেছেন, ‘এখনও কোনো মামলা দায়ের করা হয়নি।’
Comments