আহমদ শফীর মৃত্যুতে মামলা রাজনৈতিক চক্রান্ত: বাবুনগরী
হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী বলেছেন, সংগঠনের প্রয়াত আমির শাহ আহমদ শফীর মৃত্যু হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে তাকে হত্যার অভিযোগ তোলা হচ্ছে। আজ বুধবার দুপুরে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পড়েন।
বাবুনগরী বলেন, ‘আহমদ শফীর মৃত্যু স্বাভাবিক ছিল। কিন্তু আমরা লক্ষ করছি যে, তার স্বাভাবিক মৃত্যু নিয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলকভাবে নির্জলা মিথ্যাচার করে যাচ্ছে। মৃত্যুর তিন মাস পর ওই কুচক্রী মহল আহমদ শফীর মৃত্যুকে অস্বাভাবিক আখ্যা দিয়ে একটি মিথ্যা মামলাও দায়ের করেছে। এটি ‘রাজনৈতিক চক্রান্ত এবং দেশের স্থিতিশীল অবস্থা বিনষ্ট করার দূরভিসন্ধি’ বলে আমরা মনে করছি। একটি চিহ্নিত দালালগোষ্ঠী শাহ আহমদ শফীকে জিম্মি করে হাটহাজারী মাদ্রাসায় ব্যক্তিতন্ত্র কায়েম করে রেখেছিল। সেখানে নানা অনিয়ম এবং ছাত্রদের ওপর অব্যাহত হয়রানি ও নির্যাতন চালানো হতো। তাদের অনিয়ম ও ক্রমাগত হয়রানিতে অতিষ্ঠ হয়ে হাটহাজারী মাদ্রসার শিক্ষার্থীরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শাহ আহমদ শফীর স্বাভাবিক মৃত্যুর বিষয়টি তার পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ সুস্পষ্টভাবে দেশবাসীকে জানিয়েছে। অনেক আগে থেকে তার শারীরিক অবস্থা এতই নাজুক ছিল যে, বেশ কয়েকবার তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। মামলায় তথাকথিত হত্যার যেসব কারণ উল্লেখ করা হয়েছে, সেগুলো অতিরঞ্জিত ও মিথ্যাচারে পরিপূর্ণ। সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায় তার স্বাভাবিক মৃত্যু হয়েছিল। এই মামলা মাদ্রাসার শান্তিপুর্ণ পরিবেশ নষ্ট করা এবং হেফাজতে ইসলামের নেতাদের হয়রানি করার হীন ষড়যন্ত্র ছাড়া কিছু না।’
Comments