প্রবাস

করোনাভাইরাস মোকাবিলায় সতর্ক জাপান

জাপানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দুই লাখ অতিক্রম করেছে এবং মৃত্যু হয়েছে দুই হাজার ৮৭৭ জনের।
করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক পরে টোকিওর রাস্তায় চলাফেরা করছেন স্থানীয়রা। ১৮ নভেম্বর ২০২০। ছবি: এপি

জাপানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দুই লাখ অতিক্রম করেছে এবং মৃত্যু হয়েছে দুই হাজার ৮৭৭ জনের।

জাপান সরকার নতুন বছরের ছুটিতে ভ্রমণ ভর্তুকির ‘গো টু ট্রাভেল’ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারের পক্ষ থেকে বেসরকারি প্রতিষ্ঠানের নববর্ষের ছুটি দীর্ঘায়িত করার অনুরোধ করা হয়েছে। সাধারণত এ ছুটি ২৯ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত হয়ে থাকে। কিন্তু, এ বছর তা দীর্ঘায়িত করে প্রাপ্তবয়স্ক দিবসের সাধারণ ছুটি (১১ জানুয়ারি) ঘোষণার অনুরোধ জানানো হয়।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে টোকিও গভর্নর ইউরিকো কোইকের আহবানে কানাগাওয়া, সাইতামা ও চিবা প্রদেশের স্থানীয় সরকারের অনুরোধে পূর্ব জাপান রেলওয়ে টোকিও মেট্রোপলিটান অঞ্চলে ১২টি রেলওয়ে এবং সাবওয়ে ২১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত রাতের ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। ১৯৮৭ সালে পূর্ব জাপান রেলওয়ে চালুর পর এই প্রথম নববর্ষে ট্রেন সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। নতুন বছরের প্রাক্কালে জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে সরকারের এ উদ্যোগ।

রাজপরিবারের অভিবাদন আসন্ন নববর্ষে স্থগিত কিংবা স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে করার বিষয়টি এখনো বিবেচনাধীন।

উল্লেখ্য, জাপানে জনগণের ওপর সরকার কর্তৃক কোনো কিছুই চাপিয়ে দেওয়া হয় না, অনুরোধ করা হয় মাত্র। কারণ, এখানে জনগণের অধিকারের প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো হয়। আর জনগণও প্রশাসনের অনুরোধ মেনে চলার চেষ্টা করে।

[email protected]

আরও পড়ুন:

করোনার তৃতীয় ঢেউয়ে জাপানে রেকর্ড সংক্রমণ

করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতায় টোকিও

জাপানে করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে প্রধানমন্ত্রীর কাছে টোকিওর গভর্নরের অনুরোধ

সমালোচনার মুখে জাপানের ‘গো টু ট্রাভেল’

Comments