মৌলভীবাজারে ‘পটকা মাছ খেয়ে’ ২ জনের মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পটকা মাছ খেয়ে একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আট বছর বয়সী এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন।
আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল রাত ১০টার পরে উপজেলার ভাড়াউড়া এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী সাহিদা বেগম (৪০) ও তার পুত্রবধূ নুরুননাহারের (২৫) মৃত্যু হয়। নুরুননাহারের ছেলে নাইম (৮) বর্তমানে শ্রীমঙ্গল হাসপাতালে চিকিৎসাধীন।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পটকা মাছ খেতে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
Comments