‘অভিনেতা আব্দুল কাদের করোনা আক্রান্ত নন, শারীরিক অবস্থা একটু ভালো’

অভিনেতা আব্দুল কাদেরের শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভালো বলে জানিয়েছেন অভিনেতার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমী।
অভিনেতা আবদুল কাদের। ছবি: সংগৃহীত

অভিনেতা আব্দুল কাদেরের শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভালো বলে জানিয়েছেন অভিনেতার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমী।

আজ বৃহস্পতিবার দুপুরে দ্য ডেইলি স্টার অনলাইনকে তিনি এ তথ্য জানিয়েছেন।

‘আমার শ্বশুর করোনায় আক্রান্ত হননি’ উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘গতকাল বুধবার রাতে তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।’

‘কোথাও কেউ নেই’ নাটকের বদি চরিত্রের এই অভিনেতার অবস্থা এখনো সংকটাপন্ন বলেও জানিয়েছেন জাহিদা ইসলাম জেমী।

বলেছেন, ‘একজন মানুষ মৃত্যুর সঙ্গে প্রতি মুহূর্তে যুদ্ধ করছেন। এমন সময় অনেকে তার মৃত্যুর গুজব ছড়াচ্ছেন। এটি খুবই দুঃখজনক।’

অভিনেতা আব্দুল কাদেরের করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ প্রসঙ্গে জেমী বলেছেন, ‘এটাও ভুল তথ্য। তিনি করোনায় আক্রান্ত নন। ক্যান্সারের ইনফেকশনের কারণে তার লালা পরীক্ষার সময় করোনার সঙ্গে অনেক সাদৃশ্য পাওয়া গিয়েছিল। এতে চিকিৎসকরা মনে করেছিলেন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।’

‘গতরাতে জেনেছি বাবা করোনা নেগেটিভ। ক্যান্সারের ফোর স্টেজে রয়েছে তিনি। সেটা তার পুরো শরীরে ছড়িয়ে গেছে। বাবার জন্য সবাই দোয়া করবেন,’ যোগ করেন জেমী।

ক্যান্সার আক্রান্ত অভিনেতা আব্দুল কাদের ভারতের চেন্নাইয়ে চিকিৎসা শেষে দেশে ফেরার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাকে কেবিনে রাখা হয়েছে। কিন্তু, গত রাতে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Comments

The Daily Star  | English
No hartal and blockade on Sunday

No hartal and blockade on Sunday

BNP has refrained from calling any programmes on Sunday marking International Human Rights Day

3h ago