আচমকা বরখাস্ত নেইমারদের কোচ
মাত্রই আগের দিন লিগ ওয়ানে তার অধীনে স্ট্রার্সবুর্গের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। লিগে পারফরম্যান্স উঠানামার মধ্য দিয়ে গেলেও এখনো চরম কোন সংকটে নেই তারা। অথচ এই অবস্থায় কোচ টমাস টুখেলকে আচমকা বরখাস্ত করে দিল ফরাসী ক্লাবটি।
জার্মান গণমাধ্যম বিল্ড ও ফরাসি পত্রিকা লেকিপে এমন খবর নিশ্চিত করেছে।
লিগ ওয়ানের এবারের মৌসুমে সাত ম্যাচে তিন জয়ে তিন নম্বরে আছে নেইমাররা। শুরুতে হারলেও শেষ মুহূর্তে নিশ্চিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বও।
এমন অবস্থায় চুক্তির ছয়মাস আগে কোচকে রীতিমতো বরখাস্ত করে দেওয়া কিছুটা বিস্ময়করই।
স্ট্রার্সবুর্গের বিপক্ষে ম্যাচ শেষে স্পোর্টস ওয়ানের সঙ্গে এক সাক্ষাতকারে এই কোচ বলেন, নিজেকে তার কোচের চেয়ে অনেক বেশি ক্রীড়ামন্ত্রী বা ক্রীড়া রাজনীতিবিদ মনে হচ্ছে।
এমন মন্তব্যে চলছিল আলোচনা। তবে অন্য আরেকটি গণমাধ্যম তিনি এমন মন্তব্য করেননি বলে দাবি করেন। বরং গণমাধ্যমটি তার বক্তব্য ভুলভাবে অনুবাদ করেছে বলে জানিয়েছিলেন তিনি।
এসব আলোচনা জমে উঠার মধ্যেই এলো এই জার্মান কোচের বরখাস্তের খবর।
Comments