করোনায় সিএমপি কনস্টেবল জহির উদ্দিনের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিশেষ শাখায় দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল জহির উদ্দিন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর। আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিএমপির বিশেষ শাখার উপকমিশনার আব্দুল ওয়ারিশ দ্য ডেইলি স্টারকে বলেন, গত ৬ ডিসেম্বর জহির করোনায় আক্রান্ত হন। এরপর তাকে পুলিশ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। শরীরিক অন্যান্য জটিলতা দেখা দেওয়ায় তাকে আজ ভোরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে। জহির ১৯৯৬ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। চট্টগ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর দাফনের উদ্দেশ্যে তার মরদেহ লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হয়েছে।
এ নিয়ে সিএমপি’র মোট ছয় জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন।
Comments