সেই ৫ কেন্দ্রের লিখিত পরীক্ষা আবার নেবে বার কাউন্সিল

বিশৃঙ্খলার কারণে বাতিল হওয়া পাঁচটি কেন্দ্রের আইনজীবী নিবন্ধনে লিখিত পরীক্ষা পুনরায় নেওয়া হবে না বলে জানিয়েছে বার কাউন্সিল। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছবি: সংগৃহীত

বিশৃঙ্খলার কারণে বাতিল হওয়া পাঁচটি কেন্দ্রের আইনজীবী নিবন্ধনে লিখিত পরীক্ষা পুনরায় নেওয়া হবে না বলে জানিয়েছে বার কাউন্সিল। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১৯ ডিসেম্বর আইনজীবী নিবন্ধনে লিখিত পরীক্ষায় পাঁচটি কেন্দ্রে বিশৃঙ্খলা হয়। প্রশ্ন ‘কঠিন’ হয়েছে এমন অজুহাতে দিয়ে শিক্ষক ও পরীক্ষা পরিদর্শকদের লাঞ্ছিত করা হয়। সেই সঙ্গে অনেক পরীক্ষার্থীর খাতা ছিঁড়ে ফেলা হয়। কেন্দ্রগুলো হলো— মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিগগির এসব কেন্দ্রের পরীক্ষা নেওয়া হবে।

একই দিনে আজিমপুর গার্লস কলেজ, শেখ বোরহান উদ্দিন কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সেন্ট্রাল উইমেন্স কলেজে যারা পরীক্ষা দিয়েছিলেন, তাদের পরীক্ষার কার্যক্রম বহাল রাখা হয়েছে।

গতকাল সন্ধ্যায় কাউন্সিল এই সিদ্ধান্ত নেয়। সূত্র জানিয়েছে, এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিচারপতি রাজিক-আল-জলিল, বিচারপতি এসএম কুদ্দুস জামান, অ্যাটর্নি জেনালের এএম আমিন উদ্দিন এবং বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন।

মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা কেন্দ্রে বিশৃঙ্খলার সৃষ্টি করেছিলেন তারা পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

আরও পড়ুন

‘প্রশ্ন কঠিন’ পরীক্ষা না দিয়ে বিক্ষোভ

Comments

The Daily Star  | English

Hathurusingha suspended as Bangladesh coach

Chandika Hathurusingha has been suspended as the head coach of the Bangladesh cricket team, the president of the Bangladesh Cricket Board (BCB) Faruque Ahmed announced in Mirpur today.

3h ago