চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে থাকি: কলকাতা পৌঁছে জামাল
সমস্ত অনিশ্চয়তার ইতি টেনে ভারতে উড়ে গেছেন জামাল ভূঁইয়া। কলকাতার ঐতিহ্যবাহী দল কলকাতা মোহামেডানের হয়ে আই লিগে খেলবেন তিনি। সেখানে পৌঁছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক বলেছেন, নতুন চ্যালেঞ্জ ও অভিজ্ঞতার জন্য তিনি তৈরি আছেন।
বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে কলকাতায় পৌঁছান জামাল। ৩০ বছর এই মিডফিল্ডার বিমানবন্দরেই স্থানীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান নিজের লক্ষ্যের কথা, ‘দারুণ খুশি মোহামেডানে খেলার সুযোগ পেয়ে। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি মুখিয়ে থাকি। এই ক্লাবের ইতিহাস আমাকে আকৃষ্ট করে। নতুন দেশ, নতুন অভিজ্ঞতার জন্য আমি তৈরি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব ক্লাবের হয়ে।’
জামাল গত ৪ ডিসেম্বর বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর ব্যক্তিগত কারণে কাতারে থেকে গিয়েছিলেন। পরবর্তীতে ১০ ডিসেম্বর তিনি কোভিড পজিটিভ হন। তার শরীরে কোনো উপসর্গ ছিল না এবং কাতার ফুটবল ফেডারেশনের পর্যবেক্ষণে তিনি একটি হোটেলে আইসোলেশনে ছিলেন। গত ১৯ ডিসেম্বর কাতারের দোহায় কোভিড পরীক্ষায় নেগেটিভ হন জামাল। দুদিন পর তিনি দেশে ফিরে আসেন।
নেগেটিভ ফল আসায় জামালের আই লিগ খেলা নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, তা পুরোপুরি কেটে যায়। তবে সাদা-কালোদের হয়ে তিনি আইএফএ শিল্ডে খেলতে পারেননি। গত ১৬ ডিসেম্বর আসরের সেমিফাইনালে রিয়াল কাশ্মীরের কাছে ৪-০ গোলে হেরে বাদ পড়ে দলটি।
বাংলাদেশি বংশোদ্ভূত জামালের জন্ম ডেনমার্কে। দেশটির ঐতিহ্যবাহী ক্লাব এফসি কোপেনহেগেনের যুব দলে ফুটবলের দীক্ষা নিয়েছেন তিনি। পরবর্তীতে বাংলাদেশে এসে শেখ জামাল ধানমন্ডি ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মতো ক্লাবে খেলেছেন। এবারে সাইফ স্পোর্টিং ক্লাব থেকে তিনি ধারে যোগ দিয়েছেন কলকাতা মোহমেডানে। বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে ৪৩টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
Comments