সিরাজগঞ্জে নারীকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা
সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার বৃ-আঙ্গারু গ্রামে আজ শুক্রবার সকালে বাড়ির পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নারজু খাতুন (৩৬) ওই গ্রামের ইসমাইল সরদারের মেয়ে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ মাহমুদ খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গ্রাম্য কোন্দলে প্রতিপক্ষের একজনকে হত্যার অভিযোগে নিহত নারজুর ছয় ভাই পালিয়ে বেড়াচ্ছেন। বাড়িতে আছেন নারী ও শিশুরা। বৃহস্পতিবার রাতে নারজু তার এক ভাতিজাকে নিয়ে ঘুমাতে যান। রাতে কে বা কারা তাকে ঘর থেকে ডেকে নিয়ে গলাকেটে হত্যা করে বাড়ির পাশে মরদেহ ফেলে রেখে গেছে।’
খবর পেয়ে পুলিশ আজ সকালে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পূর্ব শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের আব্দুল্লাহ ও রউফ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে আব্দুল্লাহ গ্রুপের ইসমাইল সরদারের মেয়েকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ। শাহজাদপুর থানার ওসি জানান, প্রকৃত হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
Comments