মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আখম জাহাঙ্গীর হোসাইন

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীর হোসাইনকে মা-বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।
আজ শুক্রবার আসরের পরে তার নিজ গ্রাম পটুয়াখালীর গলাচিপা উপজেলার চন্দ্রাইল এলাকায় নামাজে জানাজা শেষে তার মা মালেকা বেগম ও বাবা ইদ্রেসুর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে বেলা ১১টার দিকে হেলিকপ্টারে করে ঢাকা থেকে তার মরদেহ দশমিনায় নিয়ে আসা হয়। পরে দুপুর ১২টায় স্থানীয় হাইস্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে সড়ক পথে গলাচিপা উপজেলা শহরে হাইস্কুল খেলার মাঠে বেলা আড়াইটায় এবং সবশেষ বিকেল চারটার দিকে তার গ্রামের বাড়ি চন্দ্রাইলে জানাজ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গতকাল বিকেলে জাহাঙ্গীর হোসাইন করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গত ২ ডিসেম্বর তার করোনা শনাক্ত হয় এবং ৪ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন:
Comments