নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
নোয়াখালীর চাটখিলে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রাত ৯টার দিকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের গণি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক নুরুল আমিন (৩৫) চাটখিল পৌরসভার ছয়ানী টবগা মহল্লার মৃত আলী আহম্মেদের ছেলে।
আজ শুক্রবার চাটখিল থানার ওসি মো আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘খবর পেয়ে গতকাল রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রিকশা চালক নুরুল আমিনের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।’
‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে,’ বলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাসা থেকে রিকশা নিয়ে বের হন নুরুল আমিন। পরে যাত্রী নিয়ে তিনি উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় যান। রাত ৯টার দিকে জানা যায় এক ব্যক্তির মরদেহ ধর্মপুর গ্রামে সড়কে পাশে পড়ে আছে। এমন সংবাদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নুরুল আমিনের মরদেহ শনাক্ত করে। তবে, তার ব্যবহৃত মুঠোফোন ও রিকশাটি পাওয়া যায়নি।
Comments