শিল্পকলায় শ্রদ্ধা শেষে বনানীতে সমাহিত হবেন আবদুল কাদের
অভিনেতা আবদুল কাদেরকে আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে।
কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি দ্য ডেইলি স্টার অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতাল থেকে আবদুল কাদেরের মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হবে মিরপুর ডিওএইচএসের বাসায়। সেখানকার জামে মসজিদে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা। এরপর বিকাল সাড়ে ৩টায় দিকে মরদেহ নিয়ে যাওয়া হবে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। সন্ধ্যায় বনানী কবরস্থানে সমাহিত করা হবে তাকে।
আবদুল কাদেরের মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘কোথাও কেউ নেই’ নাটকের চরিত্র ‘বদি’ খ্যাত আবদুল কাদেরের জন্ম মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার সোনারং গ্রামে। তার বাবা আবদুল জলিল, মা আনোয়ারা খাতুন।
স্ত্রী খাইরুন্নেছা, এক ছেলে ও এক মেয়ের ছাড়াও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আবদুল কাদের।
আরও পড়ুন:
‘অভিনেতা আব্দুল কাদের করোনা আক্রান্ত নন, শারীরিক অবস্থা একটু ভালো’
চেন্নাই থেকে ফিরে ঢাকার হাসপাতালে আবদুল কাদের
Comments