কোভিড-১৯ নেগেটিভ সনদ না থাকায় ভারতফেরত ৩৩ জন কোয়ারেন্টিনে
কোভিড-১৯ নেগেটিভ সনদ না থাকায় ভারত থেকে আসা ৩৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠিয়েছে বেনাপোল ইমিগ্রেশন। আজ শনিবার সকালে তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের মেডিকেল অফিসার সুমন সেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনা সংক্রমণ রোধে বিদেশ থেকে এলে কোভিড-১৯ নেগেটিভ সনদ সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ভারত থেকে আসা ৩৩ জন ক্যানসার ও হৃদরোগে আক্রান্ত। তারা চিকিৎসা নিয়ে ফিরেছেন কিন্তু তাদের কাছে কোভিড-১৯ নেগেটিভ সনদ নেই। যে কারণে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।’
ভারতফেরত আ. রহিম বলেন, ‘আমি ক্যানসারের রোগী। চিকিৎসার জন্য প্রায় আড়াই মাস ভারতে অবস্থান করেছি। ফেরার সময় করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবে তা আমার জানা ছিল না। জানলে অবশ্যই সার্টিফিকেট নিয়ে দেশে ফিরতাম।’
বেনাপোল ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন বলেন, ‘গতকাল রাতে ভারত থেকে ৩৪২ জন বাংলাদেশি ফিরেছেন। তাদের মধ্যে ৩৩ জনের করোনার নেগেটিভ সার্টিফিকেট না থাকায় আজ সকালে তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
Comments