হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে হুমকি দেওয়ার অভিযোগ
হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে আহমদ শফির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের করে নিতে হুমকি দেওয়ার অভিযোগ করেছে আহমদ শফির পরিবার।
শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে মামলার বাদি আহমদ শফির শ্যালক মো. মইন উদ্দিন।
লিখিত অভিযোগে মইন উদ্দিন বলেন, আহমদ শফির মৃত্যুর পর থেকে তাদের মুখ বন্ধ রাখার জন্য হুমকি দিয়ে যাচ্ছিল বাবুনগরী ও মামুনুল হক গংরা। সম্প্রতি মামলা দায়েরের পর থেকে হুমকি আরও বেড়েছে।
তিনি বলেন, বাবুনগরীর বা হেফাজতের অন্যান্য নেতাদের বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই। কিন্তু তারা যদি আহমদ শফির হত্যাকাণ্ডে জড়িত থাকেন আমি তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।
আহমদ শফির জানাজার দিন তার সন্তান আনাস মাদানিকে বক্তব্য দিতে বাধা, শেষ পর্যন্ত বক্তব্য দিতে পারলেও সেটা সংক্ষিপ্ত করার পেছনে বাবুনগরীর সংশ্লিষ্টতা আছে বলে অভিযোগ করেন তিনি।
‘হেফাজতের মতো একটা অরাজনৈতিক সংগঠনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। জামাত-শিবির ও নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের লোকজন এ সংগঠনের ভেতরে ঘাঁটি গেড়েছে’, বলেন তিনি।
প্রাণ নাশের হুমকি থাকায় আহমদ শফির দুই সন্তান সংবাদ সম্মেলনে আসতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।
আহমদ শফির মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনতে তিনি সরকারের কাছে দাবি জানান।
Comments