বকেয়া বেতনভাতা দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনভাতা দাবিতে শনিবার তৃতীয় দিনের মতো ঢাকা-জয়দেবপুর সড়ক বিকেল তিনটা পর্যন্ত অবরোধ করে বিক্ষোভ করেন স্টাইল ক্র্যাফটসের পোশাক শ্রমিকেরা। ছবি: সংগৃহীত

বকেয়া বেতনভাতা দাবিতে তৃতীয় দিনের মতো গাজীপুরে বিক্ষোভ ও কর্মবিরতি করেছে স্টাইল ক্র্যাফটস লিমিটেডের কারখানা শ্রমিকেরা। শনিবার গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে ঢাকা-জয়দেবপুর সড়ক বিকেল তিনটা পর্যন্ত অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর জানান, আজ সকাল ৮টার দিকে মালিকপক্ষের শুক্রবারের সিদ্ধান্ত ও ঘোষণা প্রত্যাখান করে চলতি ডিসেম্বরের মধ্যে সব বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করে শ্রমিকেরা। সকাল ৯টার দিকে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-জয়দেবপুর সড়কে অবস্থান নেয়। এসময় ইট ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শ্রমিকেরা। পুলিশ ও কারখানা মালিক ঘটনাস্থলে বোঝানোর চেষ্টা করলেও শ্রমিকরা তাদের দাবিতে অনড় থেকে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে যায়। দুপুরে কাজে আগ্রহী ও কারখানা থেকে ইস্তফা দিতে ইচ্ছুক শ্রমিকদের দুটি তালিকা করার প্রস্তুতি নেয় কর্তৃপক্ষ। এরপর আন্দোলন বাদ দিয়ে শ্রমিকরা বিকেল তিনটার দিকে আগের ঘোষণা মেনে কারখানায় কাজে যোগ দেয়। এতে পরিস্থিতি স্বাভাবিক হয় ও সড়কে যানবাহন চলাচল শুরু হয়।  

গাজীপুরে বকেয়া বেতনভাতার দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকেরা শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত বিক্ষোভ করে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন ও নভেম্বর মাসের পূর্ণ বেতন, ওভারটাইম ভাতা ও মাতৃত্বকালীন ছুটির ভাতাসহ পাওনাদি পরিশোধের দাবিতে তারা গাজীপুর শহর সংযোগ সড়ক অবরোধ করে রাখে। একই দাবিতে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে শ্রমিকেরা একই স্থানে রাত ৯টা পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ করে।

জিএমপির সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা বাধা দিলে, শ্রমিকেরা পুলিশের ওপর ইট পাটকেল ছোঁড়ে।

এতে জিএমপির অতিরিক্ত উপ কমিশনার রেজোয়ান আহমেদ, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান ও শিল্প পুলিশের ইন্সপেক্টর সমীর চন্দ্র সূত্রধরসহ ৫/৭জন আহত হন। বৃহস্পতিবারের ঘটনায় অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে শুক্রবার থানায় একটি মামলা হয়েছে।

Comments

The Daily Star  | English

Drafting new constitution can take a long time: Asif Nazrul

He proposed that the next parliament can act as constitutional authority and amend the 1972 constitution until a new one is enacted

38m ago