সালাহর লিভারপুল ছাড়তে চাওয়ার কারণ ‘আবহাওয়া’: ক্লপ
স্প্যানিশ দৈনিক ‘এএস’কে সাক্ষাৎকার দেওয়ার পর থেকে ফুটবল দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন মোহামেদ সালাহ। এই তারকা স্ট্রাইকার লিভারপুল ছাড়ছেন বলে জোরালো গুঞ্জন উঠেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের কোচ ইয়ুর্গেন ক্লপ অবশ্য ক্লাবে সালাহর অসুখী হওয়ার কারণটা ধরতে পারছেন না। তিনি হাসতে হাসতে বলেছেন, ইংল্যান্ডের ‘আবহাওয়া’ই হতে পারে একমাত্র কারণ!
আগামীকাল রবিবার লিগের ম্যাচে নিজেদের মাঠে ওয়েস্টব্রমউইচ অ্যালবিয়নের মুখোমুখি হবে লিভারপুল। তার আগে সংবাদ সম্মেলনে অবধারিতভাবে ক্লপকে কথা বলতে হয়েছে মিশরীয় ফরোয়ার্ড সালাহর প্রসঙ্গে, ‘আমরা চাইলে অনেক কিছুর খোঁজ করতে পারি। তবে আমার মতে, এই মুহূর্তে (সালাহর) লিভারপুল ছাড়তে চাওয়ার একমাত্র কারণ আবহাওয়া! আর কী কারণই বা থাকতে পারে?’
‘আবহাওয়া’ ছাড়া সালাহর নতুন ঠিকানায় পাড়ি জমানোর অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছেন না এই জার্মান, ‘এটি বিশ্বের বৃহত্তম ক্লাবগুলির মধ্যে একটি। আমরা পারিশ্রমিক দিচ্ছি... সম্ভবত, বিশ্বের সবচেয়ে বেশি নয়, তবে আমরা ভালো অর্থ দিচ্ছি। বিশ্বজুড়ে অসাধারণ সমর্থকদের পাশাপাশি আমাদের দারুণ একটি স্টেডিয়ামও রয়েছে। আমাদের (জার্সির) রঙ লাল, যা সর্বোপরি সবচেয়ে উৎকৃষ্ট রঙ। সুতরাং, কারণগুলো কী?’
সম্প্রতি ‘এএস’কে দেওয়া সাক্ষাৎকারে দুই স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার প্রশংসা করেন সালাহ। পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে অলরেডসদের অধিনায়কত্ব না পাওয়া নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। এরপর থেকেই ডালপালা মেলেছে জল্পনা-কল্পনা।
শেষ পর্যন্ত যেতে চাইলে সালাহকে থেকে যাওয়ার জন্য জোর করা হবে না বলেও জানিয়েছেন ক্লপ, ‘আপনি কাউকে থাকতে বাধ্য করতে পারবেন না। আমরা কখনও করিনি, যাই হোক না কেন। পুরোটাই সঠিক সময়ের, উপযুক্ত মুহূর্তের ব্যাপার। আমরা পরিবর্তন করি এবং নতুন খেলোয়াড়দের নিয়ে আসি। কোনো খেলোয়াড় যদি যেতে চায়, তবে আমরা পথে বাধা হয়ে দাঁড়াতে পারি না। কিন্তু তারা কেন যেতে চায় সেটাই কেবল আমি বুঝতে পারি না।’
চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন ২৮ বছর বয়সী সালাহ। প্রিমিয়ার লিগে ১৩ গোল নিয়ে তিনি আছেন সর্বোচ্চ গোলদাতাদের তালিকার শীর্ষে। লিভারপুলের সবশেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শুরুর একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে বদলি নেমে জোড়া গোল করেন তিনি। এবারের চ্যাম্পিয়ন্স লিগে তিনি জালের দেখা পেয়েছেন তিনবার।
তবে বার্সা-রিয়াল নিয়ে সালাহর মন্তব্যকে স্বাভাবিকভাবেই নিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ ক্লপ, ‘বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদে খেলছে না এমন যে কোনো খেলোয়াড়কে এই দুই দলে কোনোদিন খেলার ইচ্ছা আছে কিনা, জিজ্ঞেস করলে সে কি, “না, স্প্যানিশ ফুটবল আমার জন্য না,” বলবে? তাহলে সে কেন এটা বলবে? সালাহ অবশ্যই আমার জন্য একজন খেলোয়াড় হিসেবে খুব গুরুত্বপূর্ণ এবং এই গুঞ্জনটা নয়।’
Comments