দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডিএসইর সূচক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক সূচক ডিএসইএক্স লেনদেন শুরুর দুই ঘণ্টার মধ্যেই ১০০ পার হয়েছে। এতে ডিএসইএক্স পাঁচ হাজার ৩২১ পয়েন্টে উঠে এসেছে। যা প্রায় দেড় বছরের মধ্যে সর্বোচ্চ।
ছবি: সংগৃহীত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক সূচক ডিএসইএক্স লেনদেন শুরুর দুই ঘণ্টার মধ্যেই ১০০ পার হয়েছে। এতে ডিএসইএক্স পাঁচ হাজার ৩২১ পয়েন্টে উঠে এসেছে। যা প্রায় দেড় বছরের মধ্যে সর্বোচ্চ।

সূচক বৃদ্ধির পাশাপাশি বাজারের লেনদেনও বেড়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৮৪১ কোটি টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আমেরিকা ও যুক্তরাজ্যে করোনাভাইরাসের টিকা প্রদান শুরু হওয়ার পর থেকেই পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে।

এর কারণ, বিনিয়োগকারীরা মনে করছেন, অচিরেই করোনাভাইরাসের প্রকোপ কমে আসবে এবং অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াবে।

আজ ডিএসইতে ৩৬০টি কোম্পানির মধ্যে ২৩৫টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৬৯টির।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago