শীর্ষ খবর

কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

কুমিল্লায় স্থানীয় এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। আহত যুবলীগ নেতা একজন ব্যবসায়ী এবং তাকে নিজের প্রতিষ্ঠানের মধ্যে হামলা করা হয়।
Comilla Map
স্টার অনলাইন গ্রাফিক্স

কুমিল্লায় স্থানীয় এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। আহত যুবলীগ নেতা একজন ব্যবসায়ী এবং তাকে নিজের প্রতিষ্ঠানের মধ্যে হামলা করা হয়।

আজ রোববার সকাল ১১টায় কুমিল্লা নগরের রাজগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবলীগ নেতা খন্দকার বাপ্পী (৩৫) রাজগঞ্জ বাজার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাপ্পীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন।

কুমিল্লার কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ায়ারুল হক বলেন, ‘ঘটনার পরপর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আহত বাপ্পীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ জানান, বাপ্পী একজন যুবলীগ কর্মী ও রাজগঞ্জ বাজার যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। হামলাকারী স্থানীয় এক বিএনপি নেতার অনুসারী। তবে, তিনি মহানগর আওয়ামী যুবলীগের একটি পক্ষের সঙ্গে সম্পৃক্ত বলেও জানতে পেরেছি।

স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে বাপ্পী ও অভিযুক্তের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। তাদের দুজনের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ আছে।

Comments

The Daily Star  | English

Are tides turning in Myanmar's civil war?

On October 27, the civil conflict in Myanmar took a significant turn.

6h ago