উত্তর-পূর্ব নাইজেরিয়ায় অন্তত ৪০ জনকে অপহরণের আশঙ্কা

নিখোঁজ দলটিকে বোকো হারাম অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে। ছবি: এএফপি

উত্তর-পূর্ব নাইজেরিয়ার একটি বনে তিন জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং আরও অন্তত ৪০ জন অপহরণ করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র ও স্থানীয়রা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিখোঁজ দলটি গত বৃহস্পতিবার গাম্বোরুর নিকটবর্তী ওলগো বনে যান কাঠ সংগ্রহ করতে। তবে, বোকো হারামের সদস্যরা তাদের আটক করে নিয়ে গেছে।

অনুসন্ধানে অংশ নেওয়া একটি দলের প্রধান উমর কাচাল্লা বলেন, ‘বৃহস্পতিবার গাম্বোরুর শেহুরি ছেড়ে যায় ৪০ জনেরও বেশি সদস্যের একটি দল। তবে, সন্ধ্যার পরেও তারা আর ফিরে আসেনি।’

‘শুক্রবার, আমরা কিছু মানুষকে একত্রিত করি এবং ওই গভীর বনে যাই। সেখান থেকে তিন জনের মরদেহ উদ্ধার করি। তবে, তাদের বাকি সহকর্মীদের সেখানে পাওয়া যায়নি।’

সেনাবাহিনী ও স্থানীয় সশস্ত্র দলগুলোর কাছে তথ্য পৌঁছে দেওয়ার অভিযোগ করে উত্তর-পূর্বের এসব মানুষদের ক্রমাগত লক্ষ্যবস্তু করেছে বোকো হারাম।

আরেক সশস্ত্র দলের নেতা শেহু মদা বলেন, ‘আমাদের বিশ্বাস নিখোঁজদের বোকো হারামকে ধরে নিয়ে গেছে।’

‘উদ্ধারকৃত মরদেহ থেকে বোঝা যায়, তারা পালানোর চেষ্টা করায় পেছন থেকে গুলি করা হয়েছে।’

২০১৮ সালের নভেম্বরে দুবার আক্রমণ করে বোকো হারাম ৪৯ জন কাঠ সংগ্রহকারীকে হত্যা করেছিল এবং ৫০ জনকে আটক করেছিল।

জাতিসংঘের মতে, বোকো হারাম এবং আইএসডাব্লিউএপি নামে পরিচিত একটি গ্রুপ উত্তর-পূর্ব নাইজেরিয়ায় ৩৬ হাজার মানুষকে হত্যা করেছে এবং ২০০৯ সাল থেকে এ পর্যন্ত প্রায় দুই মিলিয়ন মানুষকে পালিয়ে যেতে বাধ্য করেছে।

চলতি মাসের শুরুর দিকে, বোকো হারাম উত্তর-পশ্চিম নাইজেরিয়ার ক্যাটসিনার কাঙ্কারা গ্রামে স্কুলে হামলার পর ৩০০ শতাধিক শিক্ষার্থীকে অপহরণের দায় স্বীকার করেছিল। পরে, এসব শিক্ষার্থীদের উদ্ধার করা হয়েছে।

 

 

Comments

The Daily Star  | English

What's inside Trump's tariff letter to Yunus

The letter stated that Bangladeshi goods transshipped to evade the new tariff would be subject to higher duties.

1h ago