শীর্ষ খবর

ফেনীতে অপহৃত ঠিকাদারকে উদ্ধার, গ্রেপ্তার ৪

ফেনীতে জেলা প্রশাসনের কার্যালয়ে গ্রাম পুলিশের (চৌকিদার-দফাদার) পোশাক সরবরাহের দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একইসঙ্গে দরপত্র জমা দিতে আসা ঠিকাদারকে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলেও অভিযোগ করা হয়। তবে, অপহৃত ঠিকাদারকে আজ সন্ধ্যায় উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
স্টার অনলাইন গ্রাফিক্স

ফেনীতে জেলা প্রশাসনের কার্যালয়ে গ্রাম পুলিশের (চৌকিদার-দফাদার) পোশাক সরবরাহের দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একইসঙ্গে দরপত্র জমা দিতে আসা ঠিকাদারকে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলেও অভিযোগ করা হয়। তবে, অপহৃত ঠিকাদারকে আজ সন্ধ্যায় উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহৃত ঠিকাদারের নাম খলিলুর রহমান। তিনি টাঙ্গাইলের ধরবাড়ী উপজেলার বাসিন্দা, ঢাকায় ব্যবসা করেন।

গ্রেপ্তার চারজন হলেন সফিকুল ইসলাম সম্রাট (২৪), মো. সালাউদ্দিন (২০), মো. রাসেল হোসেন (২৭) ও কামরুল হাসান সাব্বির (২৩)। তাদের সবার বাড়ী ফেনী সদর উপজেলায়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘দরপত্র জমা দিতে আসা একজন ঠিকাদারকে অপহরণের পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের ও জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

পুলিশ জানায়, আজ রোববার ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার চৌকিদার-দফাদারদের পোশাক সরবরাহের দরপত্র জমা দেওয়ার দিন ধার্য ছিল। নির্ধারিত দিনে দরপত্র জমা দেওয়ার জন্য যান ঠিকাদার খলিলুর রহমান। জেলা প্রশাসনের কার্যালয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা ঠিকাদার খলিলের রহমানের গতিরোধ করে এবং তাকে দরপত্র জমা দিতে নিষেধ করেন। তিনি তাদের নিষেধ অমান্য করে দরপত্র বাক্সে দরপত্র জমাদানের চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা তাকে মারধর করে, প্রয়োজনীয় কাগজপত্র ও তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে অপহরণ করে অন্যত্র নিয়ে যায় এবং স্থানীয় একটি গণমিলনায়তনে আটক করে রাখেন।

খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে সন্ধ্যায় ওই গণমিলনায়তন থেকে তাকে উদ্ধার করে এবং অপহরণ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়।

এ ঘটনায় অপহৃত ঠিকাদার খলিলুর রহমান বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। 

ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেন, ‘আজ জেলার চৌকিদার-দফাদারদের পোশাক সরবরাহের দরপত্র জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে, একজন ঠিকাদারের পক্ষে মুঠোফোনে অভিযোগ করা- তাকে দরপত্র জমা দিতে দেওয়া হয়নি।’   

Comments

The Daily Star  | English

Three firms spending Tk 1,000cr on first private submarine cable

Three private licensees of submarine cable -- Summit Communications, CdNet Communications and Metacore Subcom Ltd -- have formed a consortium to install the cable

3h ago