মগবাজার থেকে সরকারি কর্মকর্তার মরদেহ উদ্ধার
রাজধানীর মগবাজার থেকে এক সরকারি কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম। তিনি জানান, মরদেহ উদ্ধার হওয়া সরকারি কর্মকর্তার নাম মীর আফতাবুল ইসলার সুমন (৪৬)। তিনি বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
এসআই জানান, খবর পেয়ে পুলিশ আজ সকাল সাড়ে ৮টার দিকে টিঅ্যান্ডটি কলোনি এলাকায় গিয়ে দুটি ভবনের মাঝ থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহটির ঘাড়ে দড়ি বাঁধা ছিল। সুমন এই এলাকাতেই থাকতেন। আজ ভোরে ফজরের নামাজ পড়তে বাইরে যাওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তার মরদেহ দেখতে পায়।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলেও জানিয়েছেন এসআই শরিফুল ইসলাম।
Comments