ধামরাইয়ে ইভিএম জটিলতায় ভোটারদের ভোগান্তি
ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জটিলতায় সকাল থেকে ধামরাই পৌরসভা নির্বাচনের একটি কেন্দ্রে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে ভোটারদের।
ভোট শুরু হওয়ার পর সকাল থেকেই ২১নং জ্যোতিবিদ্যা নিকেতন কেন্দ্রে কয়েকটি মেশিনে ত্রুটি দেখা দেয়। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, এই সমস্যার কারণে কেন্দ্রটির ভোটারদের দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
ভোট দেওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ভোটাররা বলেন, এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে। আমদের ধারনা ছিল, এতে করে ভোট প্রদানের ভোগান্তি কমবে। সকাল থেকে অপেক্ষা করছি, আমাদের বারবার বলা হচ্ছে মেশিনে ত্রুটি দেখা দিয়েছে।
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মোহাম্মদ শাহ আলম বলেন, ‘কেন্দ্রটিতে এক হাজার ৬৬০ জন ভোটার রয়েছেন। আমাদের চারটি মেশিনের জায়গায় ছয়টি মেশিন সরবরাহ করা হয়েছিল। সকালে তিনটি মেশিনে ত্রুটি দেখা দেয়। পরবর্তিতে আরও একটি মেশিনে ত্রুটি দেখা দেয়। এ কারনে কয়েকটি বুথে ২০ মিনিটের মত ভোট গ্রহন বন্ধ ছিল, এখন ঠিক হয়ে গেছে।’
কত শতাংশ ভোট গ্রহন সম্পন্ন হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো কাউন্ট করা হয়নি।’
Comments