পৌর ভোট ‘সাকসেসফুল’: ইসি সচিব
প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ সফল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। আজ সোমবার সন্ধ্যায় নির্বাচনের ভোট গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
ইভিএম ব্যবহার করে প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় ভোট গ্রহণ হয় আজ। নির্বাচনে গড়ে অন্তত ৬০ শতাংশ ভোট পড়েছে বলে জানান ইসি সচিব।
তিনি বলেন, ‘কোনো কোনো কেন্দ্রে ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে। এখন সঠিক পরিসংখ্যান দেওয়া যাবে না। অনেক কেন্দ্রের তথ্য পেয়েছি। ৬০ শতাংশের নিচে ভোট পড়েনি।’
‘নির্বাচন সার্বিকভাবে খুব ভালো হয়েছে। ভোটারের উপস্থিতিও ভালো ছিল। সাকসেসফুল নির্বাচন হয়েছে,’ মন্তব্য করেন তিনি।
এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার গাড়ি ভাঙচুরের বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে। সীতাকুণ্ডে দুষ্কৃতিকারীরা ইভিএম কেড়ে নেওয়ার অপচেষ্টা করেছে। এতে ইভিএমের মনিটর পড়ে ভেঙে যায়। পরে তা রিপ্লেস করে ভোট হয়। ভোটে কোনও সমস্যা হয়নি।’
এ সব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ধামরাইতে ভোট চলাকালে অনিয়মের চিত্র ধারণ করার সময় গণমাধ্যমকর্মীর মোবাইল ফোন কেড়ে নেওয়ার বিষয়ে তিনি এ ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেন।
Comments